পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, আওয়ামী লীগ নির্বাচনে বিশ্বাস করে। নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতায় এসেছি। নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদল হবে। মঙ্গলবার বেলা ১১টায় পাকের হাট ডিগ্রি কলেজ জাতীয়করণ তালিকায় অন্তর্ভুক্ত হওয়ায় এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি নেত্রীর উচিত অতীতের নেতিবাচক রাজনীতির পুনরাবৃত্তি না করে নির্বাচনী লড়াইয়ে অবতীর্ণ হওয়া। কারণ নির্বাচন ছাড়া ক্ষমতায় যাওয়ার আর কোনো পথ খোলা নেই।তিনি আরও বলেন, জনগণ সন্ত্রাস এবং জঙ্গিবাদের বিরুদ্ধে। তারা উন্নয়নের পক্ষে। তাই চক্রান্ত, ষড়যন্ত্র ও বিশৃঙ্খলা সৃষ্টির পথ পরিহার করে ২০১৯ সালের নির্বাচনে অংশগ্রহণের জন্য বিএনপির প্রস্তুতি নেয়া উচিত। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ যে উন্নত রাষ্ট্রের পথে এগিয়ে যাচ্ছে এটি বিএনপি নেত্রী না বুঝলেও তার দলের নেতাকর্মীরা বুঝতে পারছে। তাই বিএনপির নেতাকর্মীরা আওয়ামী লীগে যোগদান করছেন। এর প্রমাণ আজকে উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহের নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মীর আওয়ামী লীগে যোগদান।অনুষ্ঠানে পাকের হাট ডিগ্রি কলেজের অধ্যক্ষ সাহাদাত আলীর সভাপতিত্বে আরও বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান প্রমুখ। অনুষ্ঠানের আগে খানসামা উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সহিদুজ্জামান শাহ বিএনপি থেকে বহিষ্কার হয়ে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগে যোগ দেন। এমদাদুল হক মিলন/আরএআর/আরআইপি