বগুড়ায় ৩০ লাখ টাকার সিগারেট জব্দ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরতলীর বনানী এলাকায় একটি বাড়িতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করে। নির্বাহী ম্যাজিস্ট্রেট ডা. তায়েব-উর-রহমান আশিকের নেতৃত্বে ওই অভিযানে ব্রিটিশ আমেরিকা টোব্যাকোর ডারবি ব্র্যান্ডের ১৩৩ কার্টুন সিগারেট জব্দ করা হয়। পরে ম্যাজিস্ট্রেট ডা. তায়েব-উর-রহমান আশিক সাংবাদিকদের জানান, ম্যারিস ব্র্যান্ডের সিগারেট কোম্পানির কর্মচারী বাদশা আকন্দ বেআইনিভাবে ডারবি ব্র্যান্ডের সিগারেট মজুদ করে রেখেছিল। এ খবর জানার পর অভিযান চালিয়ে এসব সিগারেট জব্দ করা হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।এমএএস/এমএস