দেশজুড়ে

লক্ষ্মীপুরে কৃষকের মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরে নিখোঁজের ছয় দিন পর কৃষক মো. তোফাজ্জল হোসেনের (৪০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে  রামগঞ্জ পৌরসভার কলচমা গ্রামের একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। তোফাজ্জল হোসেনে একই গ্রামের মৃত আবদুর রশিদের ছেলে।স্থানীয়রা জানায়, তোফাজ্জল ও তার ভাই মোহাম্মদ চৌধুরীর মধ্যে পারিবারিক কলহ এবং তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৯) মার্চ সন্ধ্যায় মারামারি হয়।  এ সময় তাদের ভাগনে মফিজ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের ধাওয়া দেয়। একপর্যায়ে তাদের লাটিপিঠাও করে। এতে পুলিশের ভয়ে কয়েকজন পার্শ্ববর্তী ডোবায় পড়ে যায়। পরে ভাগনে মফিজকে পুলিশ উদ্ধার করে।  তবে কৃষক তোফাজ্জলকে ওই ডোবায় খুঁজে পায়নি পুলিশ।  তোফাজ্জল নিখোঁজ রয়েছে এ বিষয়ে থানায় সাধারন ডায়েরি (জিডি) করা হয়।  সকালে বাড়ির পাশের খালে তোফাজ্জলের মরদেহ ভেসে উঠলে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।এসএইচএ/পিআর