মেষ: পরিবারের দায়িত্ব পালন নিয়ে মা-বাবার সঙ্গে মতবিরোধ। দীর্ঘদিনের বকেয়া অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা। সঙ্গীতাদি ললিতকলার চর্চায় ব্যুৎপত্তির স্বীকৃতি।বৃষ: আমদানি-রফতানি ব্যবসায় আকস্মিক নিম্নগতি চিন্তা বাড়াবে। কল্যাণকাজে অর্থদানে প্রতিপত্তি বৃদ্ধি। গুরুজনের স্বাস্থ্যের অবনতিতে কাজকর্ম ব্যাহত।মিথুন: কর্মস্থলে অন্যমনস্কতার খেসারত দিতে হতে পারে। অকারণ উত্তেজনায় শারীরিক ও মানসিক সমস্যা বাড়বে। সংক্রমণজনিত জ্বরজ্বালা ভোগাবে।কর্কট: যাদের প্রতি ক্ষোভ রয়েছে, তাদের এড়িয়ে চলাই ভালো। শত্রুর শক্তিহ্রাসে কিছুটা হলেও স্বস্তি। শেয়ারে আপাতত বাড়তি বিনিয়োগ না-করাই ভালো।সিংহ: কর্তৃপক্ষের সঙ্গে গোলযোগে কর্মস্থলে জটিলতা বৃদ্ধির আশঙ্কা। জ্ঞাতিবিরোধে পরিবারে অশান্তি বাড়বে। দূরভ্রমণের পরিকল্পনা ভেস্তে যেতে পারে।কন্যা: বাঁকা পথে উপার্জনের হাতছানি উপেক্ষা করতে না-পারলে বিপত্তি ঘটতে পারে। ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্রে সমস্যা বাড়বে। দুর্ঘটনায় আঘাত ও রক্তপাতের আশঙ্কা।তুলা: অতিরিক্ত উচ্চাশা থেকে বিপদের আশঙ্কা। ঋণশোধের পরিকল্পনায় ব্যাঘাত।বৃশ্চিক: কর্মক্ষেত্রে বহু ব্যস্ততা ও শ্রমযোগে আয় বৃদ্ধি। চারুকলার অনুশীলনে ব্যুৎপত্তির বিশেষ স্বীকৃতির যোগ। বৈষয়িক গোলযোগ ও বিতর্কবিবাদে শান্তি নষ্ট।ধনু: বৃত্তি পরিবর্তনের ঝুঁকি নিয়ে সাফল্যের সম্ভাবনা। গুরুজনের সঙ্গে সম্পত্তি-বিবাদে মনঃকষ্ট। নৃত্যগীতাদি চারুকলার চর্চায় অগ্রগতি।মকর: কোনো আত্মীয়ের কুমন্ত্রণায় পরিবারে অশান্তি। বহুজনের হিতার্থে স্বার্থত্যাগ। কিডনি বা লিভারের জটিলতায় দুর্ভোগ।কুম্ভ: কর্মক্ষেত্রে শ্রম ও অধ্যবসায়ের মূল্য থেকে বঞ্চিত হওয়ায় হতাশা। কোনও দুঃসংবাদে পারিবারিক অনুষ্ঠানে ছন্দপতনের আশঙ্কা। গ্ল্যান্ডের সমস্যায় দুর্ভোগ।মীন: বহু জটিলতার মধ্য দিয়ে পদোন্নতির শুভ সঙ্কেত। জ্ঞাতিশত্রুর চক্রান্তে সম্পত্তি-সমস্যা বাড়বে। মা-বাবার সঙ্গে সম্পর্কের অবনতিতে মনঃকষ্ট।এআরএস/আরআই