জাতীয়

সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসছেন চীনের প্রধানমন্ত্রী

চীনের প্রধানমন্ত্রী লি কেকিয়াং আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরে আসছেন। এর আগে আগামী মে মাসে দেশটির উপ-প্রধানমন্ত্রী ঢাকা আসবেন। মঙ্গলবার শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠককালে এ কথা জানান চীনের রাষ্ট্রদূত মা মিংকিয়াং।শিল্পমন্ত্রী বলেন, আগামী সেপ্টেম্বরে বাংলাদেশ সফরের বিষয়ে চীনের প্রধানমন্ত্রী সম্মতি জানিয়েছেন। তার সঙ্গে বৈঠকে চীনের রাষ্ট্রদূত জানিয়েছেন, চীনের উপ-প্রধানমন্ত্রী চলতি বছরের মে মাসের শেষ নাগাদ বাংলাদেশ সফর করবেন। এ সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার শাহজালাল সার কারখানা উদ্বোধন করার কথা রয়েছে।এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানায়, চলতি বছরের মধ্যেই চীনের শীর্ষ পর্যায়ের একজন নেতা বাংলাদেশ সফর করবেন, এটা নিশ্চিত। এ ব্যাপারে দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।অপর একটি সূত্র জানায়, চীনের প্রধানমন্ত্রীর সফরকালে বাংলাদেশে চীনের প্রায় ১৬ হাজার কোটি টাকা বিনিয়োগ চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ব্যাপারে বিভিন্ন পর্যায়ে দ্বিপক্ষীয় আলোচনাও অব্যাহত রয়েছে।এআরএস/আরআই