নেত্রকোনার কলমাকান্দায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় এক কিশোরীকে অ্যাসিড নিক্ষেপ করা হয়েছে। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে কলামাকান্দার কৈলাটি ইউনিয়নের মণ্ডলেরগাতী গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সোহাগ মিয়াকে বুধবার সকালে আটক করেছে পুলিশ।পুলিশ ও কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, একই এলাকার বানিয়াপাড়া গ্রামের সোহাগ মিয়া কয়েক মাস আগে রিনা আক্তারকে (১৭) বিয়ের প্রস্তাব দেয়। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মঙ্গলবার রাতে ঘুমন্ত অবস্থায় তার মুখমণ্ডলে অ্যাসিড নিক্ষেপ করেছে বখাটে সোহাগ মিয়া। রিনাকে গুরুতর আহত অবস্থায় নেত্রকোনা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার একেএম আব্দুল্লাহ আল মামুন জানান, মেয়েটির মুখের অধিকাংশ ঝলসে গেছে। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়েছে।এদিকে অ্যাসিড দগ্ধ কিশোরীকে দেখতে যান নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার খান মুহাম্মদ আবু নাসের। এসময় তিনি জানান, অভিযুক্ত একজনকে আটক করা হয়েছে।বাকি জড়িতদেরও আটকের চেষ্টা চলছে।কামাল হোসাইন/আরএআর/পিআর