দেশজুড়ে

ফরিদপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ : পুলিশের রাবার বুলেট নিক্ষেপ

ফরিদপুরের সালথায় পূর্ব শত্রুতার জের ধরে দুই গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ সময় অর্ধশতাধিক বসতবাড়ি ভাঙচুর করেছে সংঘর্ষকারীরা। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট নিক্ষেপ করেছে। বুধবার দুপুরে জেলার সালথা উপজেলার গট্টি ইউনিয়নের কাঠালবাড়িয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বিষষয়টি নিশ্চিত করেছে।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পূর্ব শত্রুতার জেরে কাঠালবাড়িয়া গ্রামে মঙ্গলবার সন্ধ্যায় মিন্টু শেখের লোকজনের সঙ্গে আবু মাতব্বরের লোকজনের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় মিন্টুর লোকজন রব মোল্যার ছেলে হাসিবকে মারধর করে। এরই সূত্র ধরে বুধবার দুপুরে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। দীর্ঘ ৩ ঘণ্টাব্যাপী এ সংঘর্ষে উভয়পক্ষের লোকজন অন্ত ৫০টি বসতঘর ভাঙচুর করে।এতে ময়নদ্দিন মোল্যা (৬০), মুন্নু (৩৫), কাউছার (৩৩), মিজান (২৯), মেরি আক্তার (৩০), ছলেমান (২৮), ইউনুছ (৫২), ইকরাম (২৫), সুফিয়া বেগম (৪০), পারভিন (১৮), ফিরোজা (৫৫), পাখি আক্তার (৩০) ও চায়না আক্তারসহ (২৭) অন্তত ১৫ জন আহত হন। পরে ঘটনাস্থলে গিয়ে সালথা থানা পুলিশ রাবার বুলেট নিক্ষেপ পরিস্থিতি নিয়ন্ত্রণে অানে। আহতদের নগরকান্দা স্বাস্থ্য কেন্দ্র ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।এস.এম. তরুন/এএম/জেআইএম