দেশজুড়ে

রাজবাড়ীতে ট্রাকের ধাক্কায় ভ্যানচালক নিহত

রাজবাড়ী সদর উপজেলার বানিবহ ইউনিয়নের আটদাপুনিয়া এলাকায় ট্রাকের ধাক্কায় কোমর আলী প্রামাণিক নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন।বুধবার দুপুরে আটদাপুনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ভ্যানে থাকা বাবু খান নামে এক যাত্রী গুরুতর অাহত হয়েছেন। মৃত কোমর আলী প্রামাণিক বানিবহ ইউনিয়নের আটদাপুনিয়া গ্রামের মিরাজ প্রামাণিকের ছেলে।আহত বাবু খান জানান, বুধবার দুপুরে বানিবহ ইউনিয়নের বাল্লাহরিয়া গ্রাম থেকে একটি ভ্যানে আটদাপুনিয়া বাজারে যাচ্ছিলেন। আটদাপুনিয়া এলাকায় পৌঁছার পর অপর দিক থেকে আশা একটি ট্রাক ভ্যানটি চাপা দেয়। এ সময় ভ্যানচালক কোমর প্রামাণিক গুরুতর আহত হন। রাজবাড়ী সরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।রুবেলুর রহমান/এএম/আরআইপি