দেশজুড়ে

এখনো চালু হয়নি হিলি বন্দরের কোয়ারেন্টাইন স্টেশন

উদ্বোধনের প্রায় এক বছর পেরিয়ে গেলেও জনবল সংকটের কারণে এখনো চালু করা সম্ভব হয়নি পশুর রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণকেন্দ্র দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরের প্রাণিসম্পদ কোয়ারেন্টাইন স্টেশন। ফলে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে গবাদিপশু, ডিম ও পোলট্রি খাদ্য আমদানি করতে পারছেন না বন্দরের আমদানিকারকরা। সেই সঙ্গে বাড়তি রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে সরকার।দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি দিয়ে ভারত থেকে নিত্যপণ্যের পাশাপাশি গবাদিপশু, মুরগির মাংস, মুরগি ও গবাদিপশুর খাদ্য, ডিম, ডেইরির কাঁচামাল আমদানি করা হয় বাংলাদেশে। একইভাবে বাংলাদেশ থেকেও এসব পণ্য রফতানি হয়। এসবের মান নিয়ন্ত্রণ ও রোগবালাই প্রতিরোধের জন্য হিলি স্থলবন্দরে প্রাণিসম্পদ কোয়ারেন্টাইন স্টেশনটি স্থাপন করা হয়।বিগত ২০১৫ সালের ১১ ফেব্রুয়ারি মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি এর উদ্বোধন করেন। এ স্টেশনটি চালু হলে ব্যবসায়ীরা আমদানি ও রফতানিকৃত পশুর রোগ নির্ণয়, মুরগির ডিম এবং পোলট্রি ফিডে ভেজাল শনাক্তকরণসহ নানা পরামর্শ পাবেন। কিন্তু উদ্বোধনের প্রায় এক বছর পেরিয়ে গেলেও এখনো চালু করা হয়নি কেন্দ্রটি। অচল অবস্থায় পড়ে থাকার কারণে এরই মধ্যে নষ্ট হয়ে গেছে মূল্যবান যন্ত্রপাতি।বাংলাহিলি বাজারের পোলট্রি ফিড ব্যবসায়ীদের সঙ্গে আলাপ করে জানা যায়, দেশের বাজারে মুরগি, ডিম ও পোলট্রি খাদ্যের যথেষ্ট চাহিদা রয়েছে। অনেক সময় দেশের বাজারে এসবের তীব্র সংকট তৈরি হয়। সে সময় পণ্যের দাম বেড়ে যায়। অন্যদিকে ভারতে হ্যাচারির ডিম ও পোলট্রি খাদ্যের ব্যাপক সরবরাহ রয়েছে। সেক্ষেত্রে ভারত থেকে যদি হিলি স্থলবন্দর দিয়ে ডিম ও পোলট্রি খাদ্য আমদানি করা যেত। তবে দেশের বাজারে তৈরি হওয়া ঘাটতি মেটানো সম্ভব হতো। পাশাপাশি খামারিরা কম দামে মুরগির বাচ্চা ও খাবার পেলে আরও লাভবান হতেন।হিলি স্থলবন্দর আমদানি-রফতানিকারকরা বলেন, প্রায় এক বছর হয়ে গেল হিলি স্থলবন্দরের প্রাণিসম্পদ কোয়ারেন্টাইন স্টেশনটি উদ্বোধন করা হয়েছে। কিন্তু আজ পর্যন্ত সেটি চালু করা হয়নি। এতে দেশের বাজারে প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও আমরা যারা আমদানি-রফতানিকারক রয়েছি তারা ক্ষতিগ্রস্ত হচ্ছি। সরকারও বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। আমরা কর্তৃপক্ষের কাছে দাবি জানাচ্ছি যেন, হিলি স্থলবন্দরের প্রাণিসম্পদ কোয়ারেন্টাইন স্টেশনটি অচিরেই চালু করা হয়।হাকিমপুর উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা যায়, উদ্বোধনের পর বছর পেরিয়ে গেলেও জনবল সংকটের কারণে প্রাণিসম্পদ কোয়ারেন্টাইন স্টেশনটি চালু করা সম্ভব হয়নি।এমদাদুল হক মিলন/এএম/জেআইএম