নড়াইল আধুনিক সদর হাসপাতালে অভিযানে চালিয়ে তিন দালালকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে দুই দালালকে কারাদণ্ড এবং অপর এক দালালের পরিচালিত একটি ক্লিনিক সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নড়াইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর নেতৃত্বে সদর হাসপাতালে এ অভিযান চালানো হয়।ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযান চলাকালে হাসপাতাল চত্বর ও বহির্বিভাগ থেকে নিরাময় ক্লিনিকের মালিক শহরের ভওয়াখালী এলাকার লাল মিয়ার ছেলে ইলু মিয়া, আলাদাতপুর এলাকার আবু হেনার ছেলে তুষার ও সদর উপজেলার চরবিলা গ্রামের মাজেদ শেখের মেয়ে কল্পনাকে আটক করা হয়। আটকদের মধ্যে তুষারকে পাঁচদিন, কল্পনাকে তিনদিন এবং ক্লিনিক মালিক ইলুকে এক হাজার টাকা জরিমানা এবং তার নিরাময় সার্জিক্যাল ক্লিনিকটি সিলগালা করে দেয়া হয়েছে।নড়াইলের নির্বাহী ম্যাজিস্ট্রেট এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান, হাসপাতালে দালালদের দৌরাত্ম্য বেড়ে যাওয়ার খবর পেয়ে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। আগামীতেও অভিযান অব্যাহত থাকবে।হাফিজুল নিলু/আরএআর/জেআইএম