দেশজুড়ে

বিনা টিকিটে ভ্রমণে ৩৯০ ট্রেন যাত্রীকে জরিমানা

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ৩৯০ যাত্রীর কাছ থেকে অন্তত ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন পাকশী রেলওয়ে বিভাগীয় কর্মকর্তারা। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজশাহী-চিলাহাটিগামী আন্তঃনগর তিতুমীর এক্সপ্রেসে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন পাকশী রেলওয়ে বিভাগের ম্যানেজার অসীম কুমার তালুকদার।এ সময় তার সঙ্গে ছিলেন পরিবহন কর্মকর্তা শওকত জামিল মহসী ও প্রকৌশলী-২ আসাদুল হক। অভিযানের সময় বিনা টিকিটে ভ্রমণকারী ৩৯০ জন যাত্রীর কাছ থেকে ভাড়া ও জরিমানা বাবদ ৪৪ হাজার ৯০০ টাকা আদায় করা হয়।আলাউদ্দিন আহমেদ/এএম