দেশজুড়ে

নবীগঞ্জে বাস দুর্ঘটনায় বাবা ছেলে নিহত

হবিগঞ্জের নবীগঞ্জে বাস দুর্ঘটনায় বাবা ছেলে নিহত হয়েছেন। বাসটির চালকের আসনে বসা ছিলেন বাবা। আর তার পাশেই বসে বাবার গাড়ি চালানো দেখছিল শিশু জিহাদ। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৫ জন। শুক্রবার সকালে ওই উপজেলার কান্দিগাও নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।শেরপুর হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সেকান্দর হোসেন জানান, চট্টগ্রাম থেকে সিলেটগামী একটি বাস শুক্রবার সকাল ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের কান্দিগাও নামক স্থানে পৌঁছলে এর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এক পর্যায়ে বাসটি রাস্তার পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে মুচড়ে যায়।এতে ঘটনাস্থলেই মারা যান বাসের চালক চট্টগ্রামের পতেঙ্গার বেলপাড়া এলাকার জসিম উদ্দিন (৩৫) ও তার ছেলে জিহাদ (৬)। খবর পেয়ে শেরপুর হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়। দুর্ঘটনায় আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।সৈয়দ এখলাছুর রহমান খোকন/এফএ/পিআর