দেশজুড়ে

মেহেরপুরে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ

মেহেরপুরে বেড়েছে ডায়রিয়ায় আক্রান্ত শিশু রোগীর সংখ্যা। শহরে হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডের ২০ শয্যার বিপরীতে ৬০ জন রোগীর ভর্তি হওয়ার রেকর্ড সৃষ্টি হয়েছে। বেড না পাওয়ায় খোলা বারান্দায় থেকেই চিকিৎসা নিচ্ছেন অনেককে। তবে ওষুধের সঙ্কট না থাকলেও খাবার স্যালাইনের সঙ্কট দেখা দিয়েছে বলে জানাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ।জানা গেছে, গত এক সপ্তাহ থেকে জেলায় ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। হাসপাতালে প্রতিদিনই বাড়ছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। এর মধ্যে শিশু রোগীর সংখাই বেশি। শহরের জেনারেল হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে শিশুদের জন্য নির্ধারিত ২০ শয্যার বিপরীতে ভর্তি থাকছে ৫০ থেকে ৬০ জন রোগী। এছাড়া প্রতিদিন বহির্বিভাগে প্রায় ৩৫০ থেকে ৪০০ শিশুর চিকিৎসা দেয়া হচ্ছে। অনেকে আবার ডায়রিয়া ওয়ার্ডে জায়গা না পেয়ে সিঁড়ি ঘরের পাশে খোলা বারান্দায় থেকে চিকিৎসা নিচ্ছেন।এদিকে রোগীদের স্বজনরা দাবি করছেন, হাসপাতাল থেকে কোনো ওষুধ দেয়া হচ্ছে না। চিকিৎসকদের দেয়া ব্যবস্থাপত্র অনুযায়ী বাইরে থেকে ওষুধ ক্রয় করে আনতে হচ্ছে। এমনকি ডায়রিয়ার জন্য জরুরি খাবার স্যালাইনও হাসপাতাল থেকে পাওয়া যাচ্ছে না।তবে মেহেরপুর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার আরএমও ডা. এহসানুল কবীর জানান, ভাইরাস জনিত কারণে এখন ডায়রিয়া রোগীর সংখ্যা কিছুটা বেশি। ওষুধের সঙ্কট নেই, খাবার স্যালাইনের কিছু সঙ্কট আছে। তবে দ্রুত সে সঙ্কট কেটে যাবে।হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মৃনাল কান্তি মন্ডল বলেন, ডায়রিয়া রোগ থেকে শিশুদের নিরাপদ রাখতে মায়েদের আরও বেশি সচেতন হতে হবে। এছাড়া শিশুদের বিশুদ্ধ পানি ও পরিপূরক খাবার খাওয়াতে হবে।আসিফ ইকবাল/আরএস