দেশজুড়ে

মুন্সিগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধা নিহত

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ঢাকা-দোহার মহাসড়কের বালাশুর চৌরাস্থা এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে আব্দুল জলিল (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বাসে উঠতে গিয়ে এই দুর্ঘটনা ঘটে।শ্রীনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহিদুর রহমান জানান, ঢাকা-দোহার বালাসুর চৌরাস্তা এলাকায় এক বৃদ্ধা নিহত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে আপন পরিবহনের বাসে উঠতে গিয়ে তিনি বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।নিহত আব্দুল জলিল শ্রীনগর উপজেলার বাঘরা এলাকার বাসিন্দা। ঘাতক গাড়িটি আটক করে শ্রীনগর থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহটি শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। ভবতোষ চৌধুরী নুপুর/জেআইএম