দেশজুড়ে

জমি দখলের ঘটনায় যুবলীগ নেতা গ্রেফতার

দিনাজপুরের ফুলবাড়িতে জমি দখলের মামলায় নাজমুল হাছান (৩৫) নামে এক  যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত ৮টার দিকে উপজেলার রাঙ্গামাটি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।গ্রেফতার যুবলীগ নেতা নাজমুল হাছান আলাদিপুর ইউনিয়নের ৫নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও রঘুনাথপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে।ফুলবাড়ি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকসেদ আলী বলেন, পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের সমসের আলীর ছেলে রাজু আহম্মেদের সঙ্গে উপজেলার বলিহারপুর মৌজার ৬০৮ নং দাগে সাড়ে ৮ শতক জমি নিয়ে উত্তর রঘুনাথপুর গ্রামের জালাল উদ্দিনের বিরোধ চলছিল। এ বিরোধের জেরে জালাল উদ্দিনের পক্ষ নিয়ে যুবলীগ নেতা নাজমুল হাছান রাজু আহম্মেদর টিনের ঘর ভাঙচুর করে। এই ঘটনায় রাজু আহম্মেদ বাদী হয়ে গত ২৫ জানুয়ারি দিনাজপুর প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট আদালতে দ্রুত বিচার আইনে যুবলীগ নেতা নামজুল হাছানসহ আটজনকে আসামি করে মামলা করেন। এ মামলায় গতকাল শুক্রবার উপজেলার রাঙ্গামাটি বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।এমদাদুল হক মিলন/এএম/জেআইএম