বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন আয়োজনে প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টায় বগুড়া ১০ মাইলস্থ পল্লী উন্নয়ন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা। প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের বিশেষ অবদানে গড়ে ওঠা বগুড়া পল্লী উন্নয়ন একাডেমির গবেষণামূলক কর্মকাণ্ড শুধু দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালনই করেনি, বিদেশেও গড়ে তুলেছে সুনামের পাহাড়। এ প্রতিষ্ঠানে গবেষণাকে কাজে লাগিয়ে পৃথিবীর বিভিন্ন দেশ অর্থনৈতিক উন্নয়নের আমূল পরিবর্তন করে আসছে। তবে গবেষণামূলক কর্মকাণ্ডই নয়, এ প্রতিষ্ঠানের আদলে গড়ে ওঠা পল্লী উন্নয়ন একাডেমি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকেই শিক্ষার আলো ছড়িয়ে দেশ-বিদেশে ব্যাপক সুনাম কুড়িয়েছেন। আগামীতে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। পল্লী উন্নয়ন একাডেমি বগুড়ার (আরডিএ) মহাপরিচালক এম এ মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৫ আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, সাবেক সংসদ সদস্য আমানউল্লাহ খান, শেরপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ওবায়দুর রহমান, অধ্যক্ষ শেখ মোহাম্মদ আব্দুল মান্নান, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমি স্কুল অ্যান্ড কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক এ এম আনোয়ার হোসেন, প্রাক্তন ছাত্র উপজেলা যুবলীগের সভাপতি তারিকুল ইসলাম তারেক প্রমুখ।এআরএ/আরআইপি