দেশজুড়ে

সাংবাদিকদের সঙ্গে পুলিশের সু-সম্পর্ক রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সাংবাদিকদের সঙ্গে পুলিশের ধাক্কা-ধাক্কির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ওই দিন আমি বিষয়টি না জেনে বলেছিলাম। এখন এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে সার্বিক ব্যবস্থা গ্রহণ করা হবে। সাংবাদিকদের সঙ্গে পুলিশের সু-সম্পর্ক রয়েছে বলেও দাবি করেন তিনি।শনিবার বিকেলে টাঙ্গাইলের সখীপুরে শওকত মোমেন শাহজাহান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।মন্ত্রী বলেন, সাংবাদিক নির্যাতনের ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।এসময় উপস্থিত ছিলেন বাসাইল-সখীপুরের সংসদ সদস্য অনুপম শাহজাহান জয়, টাঙ্গাইল-৫ সদর আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন, মহিলা সংসদ সদস্য মনোয়ারা বেগম, পুলিশ সুপার মাহবুব আলম, সখীপুর উপজেলা চেয়ারম্যান শওকত শিকদার, পৌর মেয়র আবু হানিফ আজাদ প্রমুখ।আরিফ উর রহমান টগর/এআরএ/আরআইপি