দেশজুড়ে

বিরলে ৪ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ

দিনাজপুরের বিরলে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে। শিশুটিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির বাবা জানায়, শনিবার বিকেলে অন্যান্য শিশুদের সঙ্গে তার বাচ্চাও খেলছিল। এসময় পার্শ্ববর্তী এলাকার বিমল দাস তাকে ডেকে নিয়ে যায়। পরে জঙ্গলের মধ্যে নিয়ে শিশুটিকে ধর্ষণের চেষ্টা করে। এসময় শিশুটি সেখান থেকে পালিয়ে এসে তার মাকে জানায়। পরে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরাও তার শরীরে নির্যাতনের চিহ্ন পেয়েছেন বলে জানান।এ ব্যাপারে বিরল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ জানান, ঘটনা জানার পরপরই তারা অভিযুক্তকে গ্রেফতারে অভিযান শুরু করেছেন। তবে এখন পর্যন্ত শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো মামলা দায়ের করা হয়নি। এমদাদুল হক মিলন/এফএ/আরআইপি