দিনাজপুরের পার্বতীপুরে বিন্নার ঝোপ থেকে একটি বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগজিন উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত সাড়ে ১২টার দিকে এসব উদ্ধার করা হয়।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পার্বতীপুর উপজেলার চাকলা সড়কের ভেড়বেড়ী ব্রিজের পাশে বিন্নার ঝোপের ভেতর থেকে একটি বিদেশি পিস্তল, ছয় রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পার্বতীপুর মডেল থানায় একটি জিডি হয়েছে।পার্বতীপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।এমদাদুল হক মিলন/আরএআর/এমএস