ইয়েমেনে সৌদি বাহিনীর হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। বৃহিস্পতিবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেন, শিগগিরই এ হামলা বন্ধ করুন। খবর প্রেসটিভি ও আলজাজিরা। জারিফ বলেন, ইয়েমেন সৌদি সামরিক অভিযান দেশটির সার্বভৌমত্বের লঙ্ঘন। ইয়েমেনের বিরুদ্ধে এ অভিযান কেবলই রক্ত ঝরাবে। তিনি আরো বলেন, আগ্রাসন কোনো দেশের জন্যই কল্যাণ বয়ে আনবে না। ইয়েমেনে আল-কায়দা ও আইএসের মতো সন্ত্রাসীদের হয়ে না খেলতে আঞ্চলিক ও পশ্চিমা সরকারগুলোকেও সতর্ক করে দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এর আগে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারজিয়া আফখাম হামলার ঘটনায় নিন্দা জানিয়ে দেওয়া এক বিবৃতিতে বলেন, এ হামলা ইয়েমেন পরিস্থিতিকে আরো জটিল করে তুলবে এবং দেশটির সংকটের শান্তিপূর্ণ সমাধানের সম্ভাবনাকে বিনষ্ট করবে।ইয়েমেনে সৌদি আগ্রাসনের ফলে এ অঞ্চলে সন্ত্রাসবাদ ও উগ্রতা ছড়িয়ে পড়বে বলেও তিনি হুশিয়ারি দিয়েছেন।উল্লেখ্য, ইয়েমেনে সৌদি বিমান হামলায় নারী এবং শিশুসহ অন্তত ১৮ নিরীহ ও বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। বুধবার রাত থেকে শুরু হওয়া সৌদি সরকারের এ হামলায় পারস্য উপসাগরীয় অঞ্চলের কয়েকটি রাজতান্ত্রিক সরকারের সশস্ত্র বাহিনীও অংশ নিয়েছে। এরই মধ্যে ইয়েমেনের রাজধানী সানার পর উত্তরাঞ্চলীয় সা`দা শহরও সৌদি বাহিনীর হামলার শিকার হয়েছে। এএইচ/এমএস