‘সংবিধানে নারী পুরুষের সমান অধিকার। দেশে নারী নির্যাতন অাইন অাছে, পুরুষ নির্যাতন অাইন ও বিচার চাই’ এই স্লোগানকে মূলমন্ত্র করে রাজবাড়ীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।রোববার সকাল ১০টার দিকে রাজবাড়ী প্রেসক্লাবের সামনের সড়কে প্রতারণাকারী নারীর মামলা থেকে মুক্তি চেয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে মানববন্ধন করা হয়।এতে উপস্থিত ছিলেন, ঢাকা জজ কোর্টের অাইনজীবী ভুক্তভোগী অাতাউর রহমান খান, রাজবাড়ী সরকারি কলেজের অনার্স ৩য় বর্ষের ছাত্র সেলিম রেজা, দ্বাদশ শ্রেণির ছাত্র লিটন হোসেন ও একাদশ শ্রেণির ছাত্র সোহেল রানা প্রমূখ।ভুক্তভোগী অাতাউর রহমান বলেন, অামাদের দেশে নারী ও শিশু নির্যাতন অাইন অাছে কিন্তু পুরুষ নির্যাতনের কোনো অাইন নাই। অামরা অনেকে অনেক সময় নির্যাতনের শিকার হচ্ছি। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পুরুষ নির্যাতন অাইন করার দাবি জানাই। স্বামীরা স্ত্রীর অনুমতি ছাড়া বিয়ে করলে স্ত্রীরা স্বামীর বিরুদ্ধে মামলা করছেন কিন্তু স্ত্রী চলে গেলে কিছুই হয় না। জীবিকার তাগিদে পুরুষরা দেশ ও দেশের বাইরের বিভিন্ন স্থানে কর্মরত থাকে, সেই সুযোগে স্ত্রীরা লাখ লাখ টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে। তাদের বিরুদ্ধে কোনো মামলাও করা যায় না। এসময় তিনি আরো বলেন, অামরা নারী নির্যাতন মামলাটির সংস্কার চাই। মিথ্যা মামলার জন্য অনেককে জেল জরিমানা দিতে হয়।তিনি জানান, মিথ্যা মামলায় তিনি নিজেও ১২৬ দিন জেল খেটেছেন কিন্তু তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করতে পারেননি। যেহেতু তিনি একজন অাইনজীবী সেহেতু রাস্তায় নেমেছেন পুরুষ নির্যাতন অাইনের জন্য। এ পর্যন্ত ৭টি জেলায় এ মানবন্ধন পালন করেছেন, অাশা অাছে দেশের প্রতিটি জেলায় পর্যায়ক্রমে এ মানবন্ধন পালন করবেন।রুবেলুর রহমান/এফএ/এমএস