দেশজুড়ে

সাতক্ষীরায় বিএনপি-জামায়াতের কর্মীসহ আটক ৪৬

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও জামায়াত নেতা আব্দুল গফুরসহ বিএনপি-জামায়াতের ৪৬ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে বিএনপির দুইজন ও জামায়াত-শিবিরের আটজন নেত-কর্মী রয়েছে। বাকি ৩৮ জনের বিরুদ্ধে থানায় বিভিন্ন মামলা রয়েছে। সাতক্ষীরা জেলা পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ এমদাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে। এসএইচএ/এমএস