দেশজুড়ে

কৃষক লীগ নেতাকে হত্যার হুমকি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা কৃষক লীগের যুগ্ম আহ্বায়ক মুহিবুল ইসলাম আজাদকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় শনিবার কুলাউড়া থানায় সাধারণ ডায়েরি (জিডি নং ১৩৭৭) করেছেন তিনি।ডায়েরি থেকে জানা যায়, মুহিবুল ইসলাম আজাদকে গত ২৬ জানুয়ারি থেকে তার ব্যক্তিগত মোবাইল ফোনে ০১৬৩১-৫৬২২৬১, ০১৭৪৫-৭৮১২৫৯, ০১৮৬৭-১৯৮১৮৯ নাম্বার থেকে একাধিকবার ফোন করে তিনিসহ তার পরিবারের লোকজনকে হত্যার হুমকি দিচ্ছে। টানা হুমকিতে তিনিসহ পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিরুপায় হয়ে কুলাউড়া থানায় ডায়েরি করেন তিনি।এ ব্যাপারে কুলাউড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দোহা পিপিএম জানান, অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। যত দ্রুত সম্ভব এ ঘটনায় জড়িত হুমকিদাতাদের আটক করা হবে।এমএএস/পিআর