দেশজুড়ে

আইনজীবীদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান আইনমন্ত্রীর

জঙ্গিবাদ ও মাদক নির্মূলে আইনজীবীদের আরো দায়িত্বশীল ও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক।রোববার রাতে মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির আলোচনা সভা ও বার্ষিক ভোজ অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন। জেলা আইনজীবী সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে সমিতির সভাপতি খলিলুর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয়, আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, যুগ্মসচিব বিকাশ কুমার সাহা, পুলিশ সুপার মাহফুজুর রহমান, সুপ্রীম কোর্টের ডেপুটি জেনারেল মোতাহার হোসেন সাজু, জেলা ও দায়রা জজ মিজানুর রহমান খান, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহিউদ্দিন এবং সমিতির সাধারণ সম্পাদক আজিজুল হক প্রমুখ।অনুষ্ঠানে উপস্থিত আইনজীবীদের উদ্দেশ্যে সংসদ সদস্য নাঈমুর রহমান দুর্জয় বলেন, মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ অপরাধে জড়িত ব্যক্তিদের বিষয়ে আইনজীবীদের অনমনীয় হতে হবে। এতে জঙ্গিবাদ ও মাদকের বিস্তার অনেকটা কমে যাবে।সংসদ সদস্যের এই বক্তব্যের প্রেক্ষিতে আইনমন্ত্রী বলেন, আমাদের সংবিধানে বলা আছে একজন অপরাধী আইনজীবী নিয়োগ করার অধিকার রাখে। এ কারণে অপরাধীদের আইনজীবী হওয়াটা দোষের কিছু নয়, তবে তাদের শক্তভাবে পক্ষে অবস্থান নিতে হবে এমন কথাও সংবিধানে নেই। আইনজীবীরা হলেন সমাজের অভিভাবক। কাজেই আইনজীবীদের পেশাগত কাজে সচেতন হতে হবে।বি.এম খোরশেদ/এফএ/এমএস