দেশজুড়ে

‘অন্য এক ব্যাপার’

রেলওয়ের পাকশী বিভাগীয় অফিসে টেন্ডার জমাদানের ঘটনাকে কেন্দ্র করে দু’জন আওয়ামী লীগ নেতার মধ্যে চরম বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে এই ঘটনা ঘটে। রাজশাহী এলাকায় কাজের জন্য আহুত ১৮ লাখ টাকার টেন্ডার নিয়ে কিছু সংখ্যক ঠিকাদার দু`ভাগে বিভক্ত হয়ে পড়ে। এদের মধ্যে কয়েকজন ঠিকাদার নেগোসিয়েশন করার পক্ষে থাকলেও অপর কয়েকজন ঠিকাদার এর বিরুদ্ধে অবস্থান নেন।এরমধ্যে পাকশী ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল হোসেন টেন্ডার ড্রপ করতে গেলে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবিবুল ইসলাম হব্বুলের সঙ্গে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। এ ব্যাপারে হব্বুলের কাছে জানতে চাইলে তিনি বলেন, বাবুলকে আমরাই দেখেশুনে রাখি। সেই দাবিতে তাকে একটু বকাবকি করেছি। তবে এটা টেন্ডার সংক্রান্ত কোনো বিষয় নয়। নাম প্রকাশে অনিচ্ছুক একজন জানান, পরে আপস রফা হয়ে নেগোসিয়েশনে রাজশাহীর এক ঠিকাদারকে কাজটি দেয়া হয়েছে। ঘটনা সম্পর্কে বাবুল হোসেনকে জিজ্ঞেস করলে তিনিও বলেন টেন্ডার নিয়ে এই ঘটনা নয়। তবে কী নিয়ে ধাক্কাধাক্কি হলো জানতে চাইলে তিনি বলেন, ‘অন্য এক ব্যাপার’।আলাউদ্দিন আহমেদ/এফএ/এমএস