ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজে দুই কৃতী শিক্ষার্থীকে ৫ম এএফ মুজিবুর রহমান স্বর্ণপদক প্রদান করা হয়েছে। গণিত বিভাগে কৃতিত্ব অর্জন করা শিক্ষার্থীদের মাঝে এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশন প্রতি বছর এ পদক প্রদান করে। ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে এ পদক দেয়া হলেও কলেজ পর্যায়ে একমাত্র রাজেন্দ্র কলেজেই এই পদক দেয়ার প্রচলন রয়েছে। গণিতে সাফল্য অর্জন করে এবছর স্বর্ণপদক ও বৃত্তি লাভ করেছেন, সম্মান (স্নাতক) শ্রেণির রবিউল ইসলাম এবং মাস্টার্স স্নাতকোত্তর শ্রেণিতে রিনা আক্তার। তাদের হাতে ১ ভরি ওজনের তৈরি স্বর্ণপদক, ১০ হাজার টাকা ও সনদ তুলে দেয়া হয়েছে।স্বর্ণপদক প্রদান উপলক্ষে সোমবার সকালে রাজেন্দ্র কলেজের গণিত বিভাগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গণিত বিভাগের প্রধান আবুল বাশারের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলেজ অধ্যক্ষ মোশার্রফ আলী, ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মো. তাইয়ূব তাজাম্মুল, মুজিবুর রহমানের পরিবারের সদস্য লোনা টি রহমান, উপাধ্যক্ষ আবু তালেব মিয়া, প্রবীণ সাংবাদিক মাহফুজ আলম মিলন, ছাত্রছাত্রী সংসদের ভিপি কাওসার আকন্দ, জিএস তামজিদুল রশীদ। প্রসঙ্গত, ফরিদপুরের সন্তান এএফ মুজিবুর রহমান ১৯২০ সালে গণিতে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন। যা তৎকালীন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আশুতোষ মুখার্জির প্রাপ্ত নম্বরের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি করে। পরবর্তীতে মুজিবুর রহমান প্রথম বাঙালি মুসলমানদের একজন হিসেবে আইসিএস (ইন্ডিয়ান সিভিল সার্ভিস) বিচারক হিসেবে যোগদান করেন। ঢাকা জেলা জজসহ বিভিন্ন পদে কর্মরত ছিলেন তিনি। কলকাতা হাইকোর্টের বিচারক হিসেবে দায়িত্ব গ্রহণের ঠিক আগ মুহূর্তে ১৯৪৫ সালের ১২ মে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তিনি। তার মৃত্যুর পরে পরিবার ও স্বজনরা তার নামে এএফ মুজিবুর রহমান ফাউন্ডেশন গঠন করে। সেখান থেকে প্রতিবছর এ পদক দেয়া হয়। এস.এম. তরুন/এএম/জেআইএম