জাতীয় সংসদের টাঙ্গাইল-৪ আসনের উপনির্বাচন উপলক্ষে নির্বাচনী এলাকায় আজ (মঙ্গলবার) ভোটের দিনে সব তফসিলি ব্যাংকের শাখা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমবার বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়, উপনির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট এলাকায় তফসিলি ব্যাংকের সব শাখা বন্ধ থাকবে।ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের নিজ নিজ ভোটাধিকার প্রয়োগ ও ভোটগ্রহণের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।এসআই/বিএ