দেশজুড়ে

টাঙ্গাইলে উপ-নির্বাচন : বল্লভবাড়ী কেন্দ্র বাতিল

টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপ-নির্বাচনে বল্লভবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র বাতিল করা হয়েছে।আওয়ামী লীগের কর্মী সমর্থকরা সোমবার রাতেই বাক্সে ব্যালট পেপার ঢুকিয়ে রাখায় কেন্দ্রটি বাতিল করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা তাজুল ইসলাম।এদিকে আওয়ামী লীগের দলীয় প্রার্থী ছাড়া অন্য যে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের অবস্থান তেমন একটা সুবিধাজনক না থাকায় নির্বাচনে ভোটারদের মধ্যেও নেই তেমন কোনো উৎসাহ উদ্দিপনা। সহকারী রিটার্নিং কর্মকর্তা তাজুল ইসলাম জানান, কালিহাতী উপজেলার দুইটি পৌরসভা ও ১৩টি ইউনিয়নে মোট ভোটার রয়েছে দুই লাখ ৯০ হাজার ৫৫জন। এরমধ্যে নারী ভোটার এক লাখ ৪৬ হাজার ৮০০ এবং পুরুষ ভোটার এক লাখ ৪৩ হাজার ২৫৫ জন। উপজেলার ১০৭টি ভোট কেন্দ্রের ৬৬১টি কক্ষে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।২০১৫ সালের ১লা সেপ্টেম্বর সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীর পদত্যাগের কারণে এই আসনটি শূন্য হয়।আরিফ উর রহমান টগর/এফএ/এমএস