দেশজুড়ে

আল্লামা আবদুর রশীদ সূফীর জানাজা অনুষ্ঠিত

ঐতিহ্যবাহী ছারছিনা দারুচ্ছুন্নাত জামেয়া-ই-ইসলামিয়ার সাবেক মুহাদ্দিস আল্লামা সূফী আবদুর রশীদের (৮০) প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ জোহর ছারছিনার দরবারে তার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন ছারছিনার হজরত পীর ছাহেব কেবলার বড় ছাহেবজাদা আলহাজ শাহ্ আবু নছর নেছারুদ্দিন আহমদ হুসাইন। জানাজা শেষে সমবেত সকল মুসল্লিদের নিয়ে দোয়া করেন ছারছিনা শরিফের হজরত পীর ছাহেব কেবলা আলহাজ হজরত মাওলানা শাহ্ মোহাম্মদ মোহেব্বুল্লাহ (মা.জি.আ.)।জানা যায় দূর-দূরান্ত থেকে মরহুমের হাজার হাজার ছাত্র, ভক্তবৃন্দ উপস্থিত হন। এসময় ছারছীনা দরবার ও তার পার্শ্ববর্তী এলাকায় শোকের ছায়া নেমে আসে। আগামীকাল বুধবার বেলা ১১টায় আল্লামা সূফী আবদুর রশীদের নিজ বাড়ি মঠবাড়িয়ার ভাইজোড়া গ্রামের দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।মঠবাড়িয়া জমিয়াতুল মোদাররেছিনের প্রধান পৃষ্ঠপোষক সূফী সাহেব হুজুরের জানাজায় অংশগ্রহণের সুবিধার্থে জমিয়াত বুধবার উপজেলার সকল মাদরাসায় সাধারণ ছুটি রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন সেক্রেটারি মাওলানা বেলায়েত হোসেন।হাসান মামুন/আরএআর/আরআইপি