দেশজুড়ে

জাসদ কার্যালয়ে আগুন : আ.লীগের ৬১ নেতাকর্মীর নামে মামলা

কুষ্টিয়ার মিরপুরে জাসদ কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আওয়ামী লীগের ৬১ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। সোমবার রাতে জাসদ নেতা সালাউদ্দিন আহমেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম ও সাধারণ সম্পাদক কামারুল আরেফিনসহ ৬১ নেতাকর্মীকে আসামি করা হয়েছে। গত ১১ জানুয়ারি বিকেলে আওয়ামী লীগ নেতা সাবু হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ-মিছিল বের করে উপজেলা আওয়ামী লীগ। মিছিল থেকে বিক্ষুদ্ধ নেতাকর্মীরা মিরপুর উপজেলা জাসদের কার্যালয়ে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এসময় একটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেল আগুন দিয়ে জ্বালিয়ে দেয় নেতাকর্মীরা। ঘটনার কয়েকদিন পর সাইকেল মালিক ও উপজেলা জাসদের সাবেক সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আহমেদ বাদী হয়ে আওয়ামী লীগের ৬১ নেতাকর্মীর নাম উল্লেখ করে এজাহার দাখিল করেন। ১৯ দিন পর সোমবার রাতে মামলা নথিভুক্ত করা হয়েছে বলে নিশ্চিত করেন মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম। মামলা নং-১১।মিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, উপজেলা জাসদ কার্যালয়ে হামলা ও একটি মোটরসাইকেলে অগ্নিসংযোগের ঘটনায় সালাউদ্দিন নামে একজন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলা আওয়ামী লীগ নেতা আব্দুল হালিম ও কামারুল আরিফিনসহ ৬১ জনকে আসামি করা হয়েছে। দ্রুত আসামিদের ধরতে অভিযান চলানো হবে।উল্লেখ্য, গত ১১ জানুয়ারি মিরপুর উপজেলার আমবাড়িয়া ইউনিয়নের সদ্য আওয়ামী লীগে যোগ দেয়া পল্লী চিকিৎসক লুৎফর রহমান সাবুকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। জাসদ ক্যাডাররা সাবুকে হত্যা করেছে দারি করে তাৎক্ষণিকভাবে উপজেলা জাসদের সহ-সভাপতি ও আমবাড়িয়া ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মিলনের বাড়িতে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। হত্যাকাণ্ডের প্রতিবাদে ওই দিন বিকেল ৪টার দিকে বিক্ষোভ-মিছিল বের করে উপজেলা আওয়ামী লীগ। মিছিল থেকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা মিরপুর উপজেলা জাসদের কার্যালয়ে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এসময় একটি মোটরসাইকেল ও একটি বাইসাইকেল আগুন দিয়ে জ্বালিয়ে দেয় নেতাকর্মীরা। আল-মামুন সাগর/এআরএ/জেআইএম