লক্ষ্মীপুর থেকে প্রকাশিত ‘সাপ্তাহিক নতুন পথ’ পত্রিকার প্রতিষ্ঠাতা প্রকাশক হোসাইন আহম্মদ হেলাল ও সম্পাদক মো. বেলাল উদ্দিন সাগরের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আাদালতে (সদর) সমসেরাবাদ এলাকার ব্যবসায়ী মো. হোসেন এ মামলা করেন। ওই পত্রিকায় উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশ করে বিভ্রান্তি সৃষ্টি করায় মামলায় এক কোটি টাকার মানহানির অভিযোগ আনা হয়। আদালত বিষয়টি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।মামলার বাদী এজাহারে উল্লেখ করেন, তিনি একজন প্রবাসী। তার অনেক টাকা পয়সা ও জমি রয়েছে। কয়েক বছর ধরে তিনি গ্র্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের ব্যবসা পরিচালনা করে আসছেন। এতে আসামিরা ঈর্ষান্বিত হয়ে উদ্দেশ্যমূলকভাবে ২৫ জানুয়ারি তার বিরুদ্ধে সাপ্তাহিক নতুন পথ পত্রিকায় একটি খবর প্রকাশ করেন। এ সংবাদ ছড়িয়ে তার কোটি টাকার মানহানি হয়। পরে ওই পত্রিকা অফিসে গিয়ে সংবাদের বিষয়ে জানতে চাইলে তারা জানান, তাদের কাছে অনেক দালিলিক সাক্ষ্য ও বাদীর বিরুদ্ধে মাদক মামলার কাগজপত্র আছে। তা দেখতে চাইলে এ নিয়ে বেশি বাড়াবাড়ি না করার জন্য হুমকি দেয়া হয়।সাপ্তাহিক নতুন পথের সম্পাদক মো. বেলাল উদ্দিন সাগর বলেন, হোসেন সমসেরাবাদ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তিনি মাদক সেবনকারী হিসেবেও বেশ পরিচিত। সম্প্রতি পুলিশ হোসেনসহ দুইজনকে মাদকদ্রব্যসহ আটক করে। পত্রিকায় এ সংবাদ প্রকাশ করায় উদ্দেশ্যমূলক গল্প সাজিয়ে আদালতে মামলা করেছে। বিষয়টি আইনিভাবে মোকাবেলা করা হবে বলেও জানানো হয়। কাজল কায়েস/এএম/আরআইপি