নড়াইল জেলা আইনজীবী সমিতির বার্ষিক নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট গোলাম নবী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন অ্যাডভোকেট নুর মোহাম্মদ। মঙ্গলবার নড়াইল আইনজীবী সমিতি ভবনে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১২২ জন ভোটারের মধ্যে ১২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অন্য নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি অ্যাড. আব্দুস ছালাম খান গ্রন্থাগার সম্পাদক অ্যাড. কাজী বশিরুল হক বশির, আইন ও সমাজ কল্যাণ সম্পাদক অ্যাড. শোভন বাগচি। সদস্যরা হলেন, লাভলী আক্তার, রাজু আহম্মেদ রাজিব, ইসরাফিল খবির রাজু, মেশকাতুর রহমান সজিব ও খন্দকার আলিউল মাসুদ কোটন।নির্বাচন কমিশন ছিলেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. সোহরাব হোসেন বিশ্বাস।হাফিজুল নিলু/এএম/জেআইএম