দেশজুড়ে

সেতাবগঞ্জ চিনিকলের সভাপতি দুলাল সম্পাদক খোকন

দিনাজপুর জেলার একমাত্র ভারী শিল্প প্রতিষ্ঠান সেতাবগঞ্জ চিনিকলের শ্রমিক ইউনিয়নের দ্বি-বার্ষিক নির্বাচন সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে।নির্বাচনে সভাপতি পদে মো. হাবিবুর রহমান দুলাল ও সাধারণ সম্পাদক পদে খোকন সরকার ৩৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটে ৬৮০ জন ভোটারের মধ্যে ৬৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রদান করেন।নির্বাচনে সভাপতি পদে মো. হাবিবুর রহমান দুলাল ৩৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. ইলিয়াছ আলী সরকার পেয়েছেন ২০৪ ভোট।সহ-সভাপতি পদে মো. জামাল হক ৩৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল জব্বার পেয়েছেন ২৭৭ ভোট। সাধারণ সম্পাদক পদে খোকন সরকার ৩৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আমজাদ হোসেন পেয়েছেন ২৩৬ ভোট। এছাড়াও যুগ্ম সম্পাদক পদে মো. করিম আলী মিলন, সাংগঠনিক সম্পাদক পদে মো. নজরুল ইসলাম, দফতর সম্পাদক পদে মো. জাহিদুল ইসলাম, ক- এলকার সদস্য পদে মো. সফিকুল ইসলাম, মো. রবিউল ইসলাম, খ-এলাকার সদস্য পদে মো. মহসিন আলী ও গ-এলাকার সদস্য পদে আব্দুস সাত্তার (২) নির্বাচিত হয়েছেন। একমাত্র কোষাধ্যক্ষ পদে মো. রফিকুল ইসলাম রবি বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে ১১টি পদে ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এমদাদুল হক মিলন/এএম/আরআইপি