দেশজুড়ে

১ হাজার মুরগির বাচ্চার মৃত্যু

মুন্সিগঞ্জের রমজানবেগ এলাকায় মুরগি খামারে বিদ্যুৎ সংযোগ কেটে দেয়ায় এক হাজার মুরগির বাচ্চার মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার ভোর রাত সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।খামারের মালিক মো. লিটন গাজী জানায়, ভোরে মুরগির বাচ্চাদের খাবার দিতে গেলে দেখা যায় ৪ হাজার বাচ্চা মুরগির মধ্যে এক হাজার মুরগি মারা যায়। তিনি বলেন, ফার্মের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তার নিয়ে যাওয়ায় মুরগির বাচ্চাগুলোর মৃত্যু হয়েছে। শীতকালে বিদ্যুৎ চালিত লাইটের আলো থেকে যে তাপমাত্রা হয় তা নিয়ে মুরগির বাচ্চারা বেঁচে থাকে। যে কেউ আমাকে ক্ষতি করার জন্য এ কাজটা করেছে। পশু চিকিৎসক বলেছে আরও মুরগির বাচ্চা মারা যেতে পারে। সদর থানা পুলিশের ইন্সপেক্টর-তদন্ত মফিজুর রহমান জানায়, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কেউ ক্ষতি করার জন্য এ কাজটি করেছে। এ বিষয়ে কোনো প্রকার অভিযোগ এখোনো পাওয়া যায়নি। কিন্তু অপরাধীদের শনাক্ত করার জন্য পুলিশ কাজ করছে।ভবতোষ চৌধুরী নুপুর/এএম/জেআইএম