জামালপুরের প্রস্তাবিত অর্থনৈতিক জোনের আওতায় ভূমি অধিগ্রহণে ন্যায্য মূল্য, ক্ষতিগ্রস্ত পরিবারের পূনর্বাসন ও কর্মসংস্থানের দাবিতে সংবাদ সম্মেলন করেছে স্থানীয় এলাকাবাসী। শনিবার দুপুরে জামালপুর সদর উপজেলার দিগপাইত ইউনিয়নের সুলতান নগর প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম জোসনা।এছাড়াও ক্ষতিগ্রস্ত এলাকাবাসীর পক্ষে বক্তব্য রাখেন মিয়ার উদ্দিন, ইন্তাজ আলী, আব্দুল বারী, আব্দুল গফুর প্রমুখ। এ সময় বক্তারা কোন প্রকার হয়রানি ছাড়া এক কিস্তিতে অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণ বাবদ সর্বোচ্চ মূল্য পরিশোধ, উচ্ছেদকৃত বসতবাড়ির মালিকদের পূনর্বাসন, ইকোনোমিক জোনে চাকুরি যোগ্যতাসম্পন্ন ক্ষতিগ্রস্ত পরিবারের সন্তানদের চাকুরি নিশ্চিতসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।এমজেড/পিআর