দেশজুড়ে

পাবনা পুলিশ লাইনে অতিরিক্ত আইজিপি

পুলিশের অতিরিক্ত আইজিপি মোঃ মোখলেসুর রহমান বলেছেন, পুলিশের উপর  দেশের মানুষের  আস্থা রয়েছে । দেশের  মানুষের সহযোগিতা ও সমর্থন নিয়ে পুলিশ জীবন উৎসর্গ করে, পঙ্গুত্ব বরণ করে দেশের শান্তি রক্ষার জন্য নাশকতাকারী, পেট্রলবোমা নিক্ষেপকারী, মানুষহত্যাকারী, নৈরাজ্যকারীদের প্রতিহত করছে। একটি মুক্তিযুদ্ধের মাধ্যমে লাখো শহীদের রক্তের বিনিময়ে  দেশ স্বাধীন হয়েছে। তাণ্ডব লীলা চালানোর জন্য দেশ স্বাধীন হয়নি। বাংলাদেশ পুলিশ দেশকে তালেবানী রাষ্ট্র হতে দেবেনা। পুলিশ জীবন দিয়ে হলেও তাণ্ডবলীলা বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা করবে। শনিবার বিকেলে পাবনা পুলিশ লাইন মাঠে বার্ষিক পুলিশ সমাবেশ ২০১৫ ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।পাবনা পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডি আই জি মোঃ ইকবাল বাহার। অনুষ্ঠানে পাবনা জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার পুলিশ সুপার, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, রাজনীতিক, ব্যবসায়ী, শিক্ষাবিদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে পাবনার পুলিশ সদস্যদের মধ্যে ব্যাপক আনন্দ পরিলক্ষিত হয় । পুলিশ সদস্যগণ ও তাদের পরিবার প্রায় ২০টি ইভেন্টে অংশগ্রহণ করেন। রাতে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এমজেড/পিআর