বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রফিকুল ইসলাম (৩৫) নামে এক ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।বৃহস্পতিবার বিকেলে নাটোর-বগুড়া সড়কের ইউসুফপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নাটোরগামী একটি কয়লা বোঝাই ট্রাকের সঙ্গে বগুড়াগামী পাথর বোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে পাথর বোঝাই ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং এর চালক রফিকুল ইসলাম ট্রাকের ভিতরেই মারা যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের সামনের অংশ কেটে চালকের মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনার কারণে ওই সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। নন্দীগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, অসাবধনতার কারণে দুর্ঘটনাটি ঘটেছে। ট্রাক দুটি আটক করা হয়েছে। আহত অপর এক চালককে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আরএআর/জেআইএম