দেশজুড়ে

এসএসসির প্রথম দিনে দিনাজপুর বোর্ডে অনুপস্থিত ৩৬৯ শিক্ষার্থী

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলায় এসএসসি পরীক্ষার প্রথম দিন বৃহস্পতিবার বাংলা প্রথম পত্র পরীক্ষায় ৩৬৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। গড় অনুপস্থিতির হার ০.২৪ শতাংশ। যা গতবার ছিল ০.২৩ শতাংশ। গতবারের চেয়ে অনুপস্থিতির হার ১ শতাংশ বেশি।এবার বাংলা প্রথমপত্র পরীক্ষায় এক লাখ ৫১ হাজার ৭৪৫ জন শিক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিল। কিন্তু অংশগ্রহণ করে এক লাখ ৫১ হাজার ৩৭৬ জন । ৩৬৯ জন  অনুপস্থিত ছিল।এর মধ্যে রংপুরে ৫৬ জন, গাইবান্ধয়ে ৫৫, নীলফামারীতে ৩৯, কুড়িগ্রাম ৪৯, লালমনিরহাটে ৩৭, দিনাজপুরে ৮১,  ঠাকুরগাঁও ৩৩ ও পঞ্চগড়ে ১৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। গত বছর বাংলা প্রথমপত্র পরীক্ষায় পরীক্ষার্থী ছিল এক লাখ ৩৪ হাজার ১৭৩ জন। যার মধ্যে এক লাখ ৩৩ হাজার ৮৬১ জন অংশগ্রহণ করে। অনুপস্থিত ছিল ৩০৬ জন। কোনো বহিষ্কার ছিল না।দিনাজপুর শিক্ষা বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক রাকিবুল হাসান এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলা প্রথমপত্র পরীক্ষা সুষ্ঠূ পরিবেশে সম্পন্ন হয়েছে।এমদাদুল হক মিলন/আরএআর/পিআর