ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া, শিমুলিয়া-কাঠালবাড়ী ও শরীয়তপুর-চাঁদপুর নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।শুক্রবার সকাল ৬টার দিকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ করে দেয়া হয়। এতে যানবাহন নিয়ে মাঝ নদীতে তিনটি ফেরি অাটকা পড়েছে।বিঅাইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাট সহকারী ব্যবস্থাপক খোরশেদ অালম জানান, কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে কুয়াশার ঘনত্ব কমে গেলে পুনরায় ফেরি চলাচল শুরু করা হবে। এদিকে, একই কারণে শিমুলিয়া-কাঠালবাড়ি নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। মাঝ পদ্মায় পণ্য ও যাত্রীবাহী যানবাহন নিয়ে নোঙ্গর রয়েছে বেশ কয়েকটি ফেরি।শুক্রবার ভোর ৪টা থেকে কুয়াশার প্রভাব বাড়তে থাকলে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিটিসি কর্তৃপক্ষ।শিমুলিয়াস্থ বিআইডব্লিটিসি ম্যানেজার(বাণিজ্য) আব্দুল আলিম জানান, শৈত্য প্রবাহের কারনে সৃষ্ট ঘন কুয়াশার ফেরিতে থাকা বিকন বাতি পথ দেখাতে অক্ষম হয়ে পড়লে ঝুঁকি এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এছাড়া শরীয়তপুর-চাঁদপুর নৌ-রুটেও ঘন কুয়াশার কারণে ফেরি চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।এফএ/পিআর