হাওরাঞ্চলের অবহেলিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে নেত্রকোনার মোহনগঞ্জের তেতুলিয়া ইউনিয়নের তেতুলিয়া গ্রামে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান।পরে জেলা প্রশাসক ড. মো. মুশফিকুর রহমানের সভাপতিত্বে হাসপাতাল প্রাঙ্গণে ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান। এসময় অন্যান্যের মধ্যে স্বাস্থ্য আধিদফতরের সুপারিন্টটেন্ড ইঞ্জিনিয়ার মো. জিয়াউল হক, ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী মো.শফিকুল ইসলাম, মোহনগঞ্জ উপজেলা চেয়ারম্যান আকম শফিকুল হক, মোহনগঞ্জ উপজেলা নির্বার্হী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ, পৌরমেয়র অ্যাডভোকেট লতিফুর রহমান রতন প্রমুখ উপস্থিত ছিলেন।প্রায় সোয়া তিন কোটি টাকা ব্যয়ে ১০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটির কার্যক্রম শুরু হলে মোহনগঞ্জসহ হাওরাঞ্চলের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত হবে।কামাল হোসাইন/আরএআর/এমএস