দেশজুড়ে

মামলা জটিলতায় ১৪ বছর পর ইউপি নির্বাচন

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দীর্ঘ প্রায় ১৪ বছর পর চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার পূর্ণগঠিত নতিপোতা ও নবগঠিত নাটুদহ ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।রোববার সকাল ৮টা থেকে এদুটি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত।নির্বাচনে নতিপোতা ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১০ জন ও পুরুষ সদস্য পদে ৩১ জন ও নাটুদহ ইউনিয়নে চেয়ারম্যান পদে ৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন ও পুরুষ সদস্য পদে ৩৭ জন প্রার্থী ভোট যুদ্ধে অংশ নিয়েছেন।হালনাগাদ ভোটার তালিকা অনুযায়ী নতিপোতা ইউনিয়নে ১৩ হাজার ৪৩৩ জন ও নাটুদহ ইউনিয়নে মোট ভোটার ১৩ হাজার ২১৬ জন।দামুড়হুদা উপজেলা নির্বাচন অফিসার মো. আবু দাউদ জানান, গত ২২ ফেব্রুয়ারি রোববার স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধি মালা ২০১০ এর বিধি অনুযায়ী চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার নতিপোতা (পূর্ণগঠিত) ও নাটুদহ (নবগঠিত) ইউনিয়নের চেয়ারম্যান, সংরক্ষিত আসনের মহিলা সদস্য (মহিলা মেম্বার) এবং সাধারণ আসনের সদস্য (মেম্বার) পদে সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষে তফসিল ঘোষণা করা হয়।উল্লেখ্য, নতিপোতা ইউনিয়ন ভেঙ্গে বর্তমানে নতিপোতা ও নাটুদহ নামে ২ টি ইউনিয়ন গঠন করা হয়েছে। একটি ইউনিয়ন ভেঙ্গে ২টি ইউনিয়ন গঠন করার ফলে ইউনিয়ন ও ওয়ার্ড’র সীমানা নির্ধারণ নিয়ে একের পর এক মামলা চলায় সঠিক সময়ে এই ইউনিয়ন ২টিতে ১৪ বছরে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি।এমএএস/আরআই