মুন্সীগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের নেতা সাইফুল ইসলামকে (২৪) অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোরে উপজেলার বজ্রযোগিনী ইউনিয়নের গুহপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা (ডিবি) পুলিশ। সাইফুল সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি।সারাদিন অভিযান শেষে মুন্সীগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ সাইফুলকে গ্রেফতার করেছে। তার কাছ থেকে একটি বিদেশি ৭.৬৫ বোরের পিস্তল, একটি ম্যাগাজিন ও তিনটি গুলি উদ্ধার করা হয়েছে।পরে সাইফুলকে নিয়ে পুলিশ আরো অভিযান চালায়। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।জেলা ছাত্রলীগের সভাপতি ফয়সাল মৃধা এ বিষয়ে জানান, পূর্বের কমিটি অনুমোদনে সাইফুল উপজেলা ছাত্রলীগের পদে আছেন। তবে বর্তমান জেলা ছাত্রলীগ এর দায়ভার নেবে না।জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহমেদ পাভেল বলেন, শুনেছি ‘সাইফুলকে পুলিশ গ্রেফতার করেছে। তবে বর্তমান নেতৃত্বাধীন ছাত্রলীগে অস্ত্রধারী, সন্ত্রাসীদের ঠাঁই নেই।ভবতোষ চৌধুরী নুপুর/এমএএস/এমএস