খুলনা জেলার ফুলতলা উপজেলায় সন্ত্রাসীদের গুলিতে জনি মোল্লা (২৮) নামে অপর এক সন্ত্রাসী নিহত হয়েছেন। শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে উপজেলার বেজেরডাঙ্গা রেল স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে।নিহত জনি মোল্লা ফুলতলার ঢাকুরিয়া এলাকার ইউসুফ মোল্লার ছেলে। তিনি সন্ত্রাসী ছালাম বাহিনীর সেকেন্ড ইন কমান্ড ছিলেন।ফুলতলা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সী জানান, বিকেল সাড়ে ৫টার দিকে জনি অপর একজন সহযোগীর সঙ্গে বেজেরডাঙ্গা রেলস্টেশন এলাকায় ঘোরাফেরার সময় কয়েকজন সন্ত্রাসী তাদেরকে ঘিরে ধরে গুলি ও বোমা হামলা চালায়। এসময় জনির সহযোগী পালিয়ে যেতে সক্ষম হলেও জনি গুলিবিদ্ধ হয়। ঘটনার পর সন্ত্রাসীরা বেশ কয়েকটি বোমা বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়।পরে এলাকাবাসী ঘটনাস্থল থেকে জনিকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।আলমগীর হান্নান/আরএআর/এমএস