দেশজুড়ে

মেয়র মীরুর ফাঁসির দাবিতে উত্তাল শাহজাদপুর

পুলিশের সামনে শটগান দিয়ে গুলি করে সমকালের সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যাকারী শাহজাদপুর পৌর মেয়র সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হালিমুল হক মীরু ও তার সহযোগীদের ফাঁসির দাবিতে উত্তাল হয়ে উঠেছে পুরো শাহজাদপুর।  আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য থেকে শুরু সাংবাদিক-আওয়ামী লীগ-ছাত্রলীগ-বিএনপি ও নিহতের স্বজনরাসহ শাহজাদপুরের হাজারও জনতা মীরুর ফাঁসির দাবিতে ঐক্যবদ্ধ হয়েছেন।শনিবার জানাজার পূর্বে বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ-বিএনপিসহ সর্বস্তরের মানুষ হত্যাকারীদের ফাঁসির দাবিতে মিছিল করেছে। এদিকে শনিবার শাহজাদপুর পৌর এলাকায় স্বতঃস্ফূর্তভাবে অর্ধদিবস হরতাল কর্মসূচি পালন করেছে শাহজাদপুরবাসী।হরতালের অংশ হিসেবে শনিবার সকাল ৬টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত শাহজাদপুর পৌর এলাকার দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি রিকশা-ভ্যান এবং অটোরিকশা চলাচল বন্ধ ছিল। সকাল থেকে জেলা ও বিভিন্ন উপজেলা থেকে আসা গণমাধ্যমকর্মী, স্থানীয় ছাত্রলীগ ও যুবলীগ নেতাকর্মী ছাড়াও বিভিন্ন পেশার মানুষ কালোব্যাজ ধারণ করে মোড়ে মোড়ে অবস্থান নেন। বিভিন্ন সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণ। এদিকে সাংবাদিক শিমুল হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। কিছুক্ষণ পরই সাংবাদিকরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। এ সময় জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এ ছাড়া স্থানীয় সংসদ সদস্য হাসিবুর রহমান স্বপনের নেতৃত্বে একটি শোক র‌্যালি হাইস্কুল রোড থেকে বের করা হয়। এতে সাবেক সংসদ সদস্য চয়ন ইসলাম, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আজাদ রহমানসহ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় ছবি তোলার সময় মেয়র হালিমুল হক মীরু সাংবাদিক শিমুলকে লক্ষ্য করে তার ব্যক্তিগত শটগানের গুলি ছুড়লে তার চোখে ভেদ করে মাথায় ঢুকে যায়। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে বগুড়া ও পরে ঢাকা নেয়ার পথে শিমুল মারা যান। তার মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে ক্ষোভে ফেটে পড়ে শাহজাদপুরবাসী। ইউসুফ দেওয়ান রাজু/এএম/আরআইপি