আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয় প্রেসক্লাব।রোববার সকাল ১০টার দিকে প্রেসক্লাবের সভাপতি আব্দুল্লাহ আল মামুন এবং সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রাজ স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এ শোক প্রকাশ করা হয়।শোক বার্তায় বলা হয়, দেশের এই বর্ষীয়ান রাজনীতিকের মৃত্যুতে জাতি হারিয়েছে তার এক শ্রেষ্ঠ সন্তানকে, সংসদ হারিয়েছে একজন দক্ষ পার্লামেন্টেরিয়ানকে। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। বাংলাদেশের সংবিধান প্রণয়নেও অসামন্য অবদান রেখেছিলেন তিনি। তার বর্ণাঢ্য কর্মময় জীবনের প্রতি গভীর শ্রদ্ধা এবং তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তারা।ফেরদাউসুর রহমান সোহাগ/এফএ/এমএস