সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের হত্যাকারী পৌর মেয়র হালিমুল হক মিরুর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন মেহেরপুরের সাংবাদিকরা। রোববার সকাল সাড়ে ৯টার দিকে সমকাল, গাংনী ও মুজিবনগর প্রেস ক্লাবের উদ্যোগে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তব্য দেন- সাংবাদিক রফিকুল আলম, মাজেদুল হক মানিক, আমিরুল ইসলাম, মুজিবনগর প্রেস ক্লাবের সভাপতি মুন্সি ওমর ফারুক প্রিন্স প্রমুখ। বক্তারা বলেন, সম্প্রতি ঢাকায় এটিএন নিউজের সংবাদকর্মী ও ক্যামেরা পার্সনের উপর পুলিশের বর্বরোচিত হামলা এবং প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সুবহান চৌধুরীর নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মামলা-হামলার শিকার হচ্ছেন। এগুলো বন্ধে সরকারকে কার্যকরী পদক্ষেপ নিতে হবে।আসিফ ইকবাল/আরএআর/এমএস