সিরাজগঞ্জের শাহজাদপুরে সাংবাদিক আব্দুল হাকিম শিমুলের হত্যা মামলার প্রধান আসামি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মেয়র হালিমুল হক মীরুসহ দুজনকে উপজেলা আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত অপরজন হলেন, শিমুল হত্যা মামলার ৪নং আসামি ও উপজেলা আওয়ামী লীগের সদস্য কে. এম. নাসির উদ্দিন। রোববার দুপুর ১২টার দিকে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির এক জরুরি সভায় সংখ্যাগরিষ্ঠদের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়। শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাসিবুর রহমান স্বপন এ তথ্য নিশ্চিত করে জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও হত্যার সঙ্গে জড়িত থেকে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সদস্য মেয়র হালিমুল হক মীরু ও কে এম নাসির উদ্দিনকে বহিষ্কার করা হয়। উল্লেখ্য, বহিষ্কৃত উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য ও সাংবাদিক শিমুল হত্যা মামলার ৪নং আসামি কে.এম. নাসির উদ্দিনকে গত শুক্রবার ভোররাতে উপজেলার ছয়আনি গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এমএস