দৈনিক সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুলকে গুলি করে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে ফরিদপুরের সাংবাদিকরা।রোববার বেলা ১১টায় ফরিদপুর প্রেসক্লাবের উদ্যোগে এ শহরের মুজিব সড়কে এ মানববন্ধনের আয়োজন করা হয়।মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে শিমুলের হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এছাড়াও গণহারে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান থেকে বিরত থাকতেও সরকারের প্রতি আহ্বান জানানো হয়। মানববন্ধনে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল, সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম পিকুলসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।এস.এম. তরুন/আরএআর/আরআইপি