চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাগরিক কমিটি সমর্থিত প্রার্থী আ. জ. ম. নাছির উদ্দিনের পক্ষে এবার মাঠে নেমেছেন এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সহধর্মিনী।এর আগে নগর আওয়ামী লীগের সভাপতি মহিউদ্দিন চৌধুরী নাছিরের পক্ষে নির্বাচনী প্রচারণা চালাবেন বলে আনুষ্ঠানিক ঘোষণা দেন। মহিউদ্দিন চৌধুরী মনোনয়ন প্রত্যাশী থাকায় স্ত্রী হাসিনা মহিউদ্দিন এতদিন নাছিরের পক্ষে কোনো বক্তৃতা-বিবৃতি দেননি।মহিউদ্দিনের সহধর্মিনী চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন সোমবার এক বিবৃতিতে মেয়র পদে নাছির উদ্দিনের বিজয় নিশ্চিত করার জন্য নারী সমাজকে এগিয়ে এসে চট্টগ্রাম নগরীর হৃত গৌরব ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।তিনি মেয়র পদে নাছির উদ্দিনকে মনোনয়ন দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দনও জানিয়েছেন।এমএএস/আরআই