একুশে বইমেলা

কুকুর কাহিনি আমার প্রথম বই : যাইফ মাসরুর

অমর একুশে বইমেলায় এসেছে কিশোর গল্পকার যাইফ মাসরুরের গল্পগ্রন্থ ‘কুকুর কাহিনি। বইটি প্রকাশ করেছে সালাউদ্দিন বইঘর। প্রচ্ছদ করেছেন হিমেল হক। বইটি নিয়ে কথা বলেছেন জাগো নিউজের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন হাবীবাহ্ নাসরীন-জাগো নিউজ : এবার কোনো নতুন বই আসছে কি-না?যাইফ মাসরুর : হ্যাঁ, এবার মেলায় ‘কুকুর কাহিনি’ নামে একটা গল্পের বই আসছে। আটটি ভিন্ন স্বাদের গল্প নিয়ে এটি আসছে। আশাকরি পাঠকের ভালো লাগবে। আর এটাই আমার প্রথম বই।জাগো নিউজ : বইমেলায় আপনার প্রাপ্তি ও প্রত্যাশা কী?যাইফ মাসরুর : প্রাপ্তি বলতে— মেলার আয়তন বেড়েছে, ঘুরেফিরে ভালো আরাম পাওয়া যাচ্ছে। ভালো বই আসছে নবীনদের। কিশোর, তরুণদের মেলাকেন্দ্রিক একটা আড্ডা বা ঘোরাফেরা লক্ষ্য করা যায়। এটা খুবই ভালো লাগে। সামনেও এগুলো বজায় থাকুক, এটাই প্রত্যাশা।জাগো নিউজ : সমকালীন লেখকদের মধ্যে কাদের লেখা ভালো লাগে?যাইফ মাসরুর : সমকালীন লেখকদের মধ্যে অনেকের লেখাই ভালো লাগে। কাকে রেখে কার কথা বলব?জাগো নিউজ : সাহিত্য নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা কী?যাইফ মাসরুর : বাংলা সাহিত্যকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে চাই। গদ্য সাহিত্যকে আরো অনেক বেশি সমৃদ্ধ করতে চাই।এসইউ/আরআইপি